ধামরাইয়ে ‘পিস্তল’ ঠেকিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

ধামরাইয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে ছয় লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:44 PM
Updated : 6 July 2015, 12:44 PM

সোমবার দুপুরে কালামপুর বাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

তিনি জানান, স্থানীয় টিন ব্যবসায়ী বাবুল হোসেন তার প্রতিষ্ঠান ‘বাবুল ব্রাদাসের’ কর্মচারী জহিরুল ইসলামকে দিয়ে ছয় লাখ টাকা ইসলামী ব্যাংকের কালামপুর বাজার শাখায় জমা দিতে পাঠান।

“জহিরুল ব্যাংকের সামনে পৌঁছানো মাত্র দুটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পড়া পাঁচ যুবক এসে জহিরুলের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”

বাবুল জানান, স্থানীয়রা এ সময় লাঠি নিয়ে এগিয়ে এলেও ছিনতাইকারীরা তাদের গুলি করার ভয় দেখিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

“আমি এর আগে জহিরুলকে দিয়ে ৩০/৪০ লাখ টাকাও ব্যাংকে জমা দিতে পাঠিয়েছি। কখনও সমস্যা হয়নি,” বলেন বাবুল।

জহিরুল বলেন, “কোনো কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারীরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আমি প্রতিবাদ করার সাহস পাইনি।”

ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি ফিরোজ তালুকদার জানান।