জনপ্রশাসনের ১১ কর্মকর্তার দপ্তর বদল

জনপ্রশাসনের তিন অতিরিক্ত সচিব এবং আটজন যুগ্ম-সচিবের দপ্তর বদল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 11:21 AM
Updated : 6 July 2015, 11:21 AM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আদেশে এসব রদবদল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. আসমা-উল হোসেনকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

ওএসডি অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমিতে (বিপিএটিসি) সংযুক্ত করে ওএসডি অতিরিক্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাসকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে পদায়ন করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব মো. মিজানুর রহমানকে বিপিএটিসিতে সংযুক্ত করে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মো. আলী আকবরকে ওএসডি এবং রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সদস্য জোবেদা খাতুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব আফিয়া খাতুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং ওএসডি যুগ্ম-সচিব মো. নুরুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করেছে সরকার।

গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপপরিচালক মুহাম্মদ আল আমিনকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. শাহাদৎ হোসেনকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এবং শিল্পকলা একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলা একাডেমির সচিব করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।