মুকুলের কথিত বান্ধবীর জামিন

চার দিন কারাবাসের পর জামিন পেয়েছেন স্ত্রী নির্যাতনের মামলায় কারাবন্দি সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের কথিত বান্ধবী মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 11:20 AM
Updated : 6 July 2015, 11:20 AM

মুকুলের স্ত্রী সাংবাদিক নাজনীন আক্তার তন্বীর মামলার আসামি সিঁথি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার মহানগর হাকিম তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছিলেন।

সোমবার সিঁথির পক্ষে আবার জামিনের আবেদন হলে মহানগর হাকিম শামসুল আরেফীন শুনানি শেষে তাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

সিঁথির স্বামী ব্যাংক কর্মকর্তা রাজী উল আমিন স্ত্রীকে জিম্মায় নিতে অস্বীকার করায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। আদালত সোমবার আইনজীবী এবং একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় সিঁথিকে জামিন দিয়েছে।

মুকুলের স্ত্রী নাজনীন তাকে নির্যাতনে প্ররোচনার অভিযোগ এনেছেন সিঁথির বিরুদ্ধে।

স্ত্রী নির্যাতনের মামলায় গত ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে গাজী টিভির বার্তা সম্পাদক মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ডে পাঠায় আদালত।

কারাবন্দি মুকুলকে এরইমধ্যে চাকরিচ্যুত করেছে গাজী টিভি।

মুকুলের স্ত্রী নাজনীন আকতার তন্বী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক। এই দম্পতির এক সন্তান রয়েছে। দুবছর আগে তাদের আরেক সন্তান চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন তন্বী।

তন্বীর অভিযোগ, সিঁথির সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার উপর নানা নির্যাতন চালিয়ে আসছিলেন মুকুল।