একরাম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 06:09 PM
Updated : 5 July 2015, 06:15 PM

র‌্যাব ৭ (ফেনী) পরিচালক মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার রাণীরহাট এলাকা থেকে আবদুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করা হয়।

আবদুল কাদের উপজেলার কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি আলোচিত এই হত্যা মামলার  অভিযোগপত্রভুক্ত আসামি।

আবদুল কাদেরকে সোমবার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মোজাম্মেল।

এরই মধ্যে একরাম হত্যায় পুলিশ ও র‌্যাব বিএনপির নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির আদেলসহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৬ জন  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের ২৫/৩০ জনকে আসামি করে মামলা করেন একরামের ভাই।