বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

বিদ্যুৎ উৎপাদন আট হাজার মেগাওয়াটে উন্নীত করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 05:50 PM
Updated : 5 July 2015, 05:52 PM

রোববার রাত ৯টায় ৮০৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী। 

এ সময় সারাদেশে কোনো লোডশেডিং ছিল না বলেও জানান তিনি।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত বুধবার। ওইদিন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৭৯২৩ মেগাওয়াট।

সাইফুল হাসান চৌধুরী জানান, রোববার উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৯৭৮ মেগাওয়াট এসেছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং ২৪০২ মেগাওয়াট এসেছে তেলভিত্তিক কেন্দ্র থেকে।

এছাড়া কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৭৫ মেগাওয়াট, পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট এবং ভারত থেকে আমদানি করা হয়েছে ৪৫৩ মেগাওয়াট।

গত বছর একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৭৪১৮ মেগাওয়াট।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে।

২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪০৩৬ মেগাওয়াট।