ঈদে ঢাকায় সমন্বয় করে নিরাপত্তা: আইজিপি

ঈদে ফাঁকা ঢাকায় বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সম্বনয় করে নিরাপত্তা দেবে পুলিশ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 02:58 PM
Updated : 5 July 2015, 02:58 PM

রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরে ‘ঈদে নিরাপত্তা বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আইজিপি বলেন, “বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশের পেট্রোল দল সমন্বয় করে নিরাপত্তা দেবে।”

১৭ রমজান পর্যন্ত দেশে কোথাও মহাসড়কে চাঁদাবাজি বা অন্য কোনো দুর্ঘটনার সংবাদ আসেনি বা কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

এ পর্যন্ত কোন ধরনের ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি জানিয়ে এনিয়ে সন্তোষ প্রকাশ করেন পুলিশ প্রধান।

রমজানে রাজধানীতে যানজট বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “রমজানে ও ঈদকে সামনে রেখে রাজধানীর বাইরে থেকে অনেক গাড়ি রাজধানীতে ঢোকে।”

“যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশ নয়, থানার পুলিশও কাজ করছে।”