স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 11:24 AM
Updated : 5 July 2015, 11:24 AM

রোববার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী রহমান এ রায় দেন।

এছাড়া দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাজিব হোসেন (২৮) পাবনা সদর উপজেলার বউবাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আব্দুস সামাদ খান রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের পাবনা সদরের বউ বাজার এলাকার রাজিবের সঙ্গে একই উপজেলার দুবলিয়া পশ্চিম পাড়ার ওসমান আলীর মেয়ে সোনিয়া খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী রাজিব সোনিয়াকে নানাভাবে নির্যাতন করে আসছিল।

এর জেরে ২০১২ সালের ১০ ডিসেম্বর সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে রাজিব।

পরদিন সোনিয়ার বাবা ওসমান আলী বাদী হয়ে রাজিবকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা করেন।

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি আব্দুস সামাদ খান রতন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন তৌফিক ইমাম খান।