আনসার সদস্য হত্যা: সহকর্মীর জবানবন্দি

খগড়াছড়িতে আনসার সদস্য হত্যার ঘটনায় আটক সহকর্মী মো. রফিকুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 10:41 AM
Updated : 5 July 2015, 10:41 AM

রোববার দুপুরে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে এ জবানবন্দি নেওয়া হয়।

দীঘিনালা থানার ওসি শাহাদাদ হোসেন টিটু জানান, তাকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা দীঘিনালা থানার এসআই ফজলুল আলম আসামি রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন।

কিন্তু আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

ওসি শাহাদাদ হোসেন টিটু আরও জানান, রিমান্ড মঞ্জুর না হলেও পরবর্তী ধার্য তারিখে অস্ত্র মামলায় আবার রিমান্ড চাওয়া হবে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালি চৌধুরীপাড়া আনসার ক্যাম্পে শুক্রবার দুপুরে গুলিতে নিহত হন আনসারের নায়েক আমির হোসেন।

পরদিন বিকালে সেনাবাহিনী ও পুলিশ দীঘিনালা মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকা থেকে এ হত্যা মামলার আসামি রফিকুল ইসলামকে আটক করে।

এদিকে শনিবার পানছড়ির লোগাং এলাকায় নিহত আনসার সদস্য আমির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।