পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সেনাসদস্যের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌপথে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 12:37 PM
Updated : 4 July 2015, 12:37 PM

শিবচর থানার ওসি আবদুর সাত্তার জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাঠাঁলবাড়ি ঘাট এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পদ্মা থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নাজমুল আলম (৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।

তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার কর্মস্থল সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন পুলিশ কর্মকর্তা সাত্তার।

শুক্রবার নড়াইলের বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন নাজমুল। দুপুরের দিকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বোটের ২৮ জন যাত্রী তীরে উঠতে পারলেও নাজমুলসহ দুজন নিখোঁজ হন।

শিবচরের ওসি বলেন, এ দুর্ঘটনায় সেনা সদস্য নাজমুলের লাশ পাওয়া গেলেও আরও এক যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।