ঝালকাঠীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গলা কেটে হত্যা

নিখোঁজের দুই দিন পর ঝালকাঠীর রাজাপুর উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 07:01 AM
Updated : 4 July 2015, 07:01 AM

ঝালকাঠীর পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, শনিবার সকালে শুক্তাগর ইউনিয়ন পরিষদের নৈকাঠী গ্রামের একটি সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহ-আলম ওই এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি শুক্তাগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।

এসপি সুভাষ চন্দ্র বলেন, ঢাকাতেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন শাহ আলম। শুক্রবার রাতের যেকোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা তাকে জবাই করার পর বাড়ির কাছে ফেলে রেখে গেছে।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতে বড় ভাই এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ জুলাই বিকালে ভাই শাহ-আলম ঢাকার বাসা থেকে ঝালকাঠীর আসার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু বনশ্রী এলাকায় পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়।

সকালে স্থানীয়রা বাড়ির কাছে একটি সেতুর নিচে শাহ-আলমের লাশ দেখতে পায় বলে জানান মাহাবুব।