জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীদের লক্ষ্য বিএসএফ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 04:29 PM
Updated : 3 July 2015, 04:29 PM

স্থানীয় অধিবাসীরা ঘটনার পর থেকে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিখোঁজ বলে দাবি করলেও বিজিবি বলছে, শুধু গুলি বর্ষণের ঘটনা তারা জানান।

শুক্রবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাটখোলা সীমান্তের ২৭৯/২০-২১ পিলার এলাকায় গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে বিএসএফ ৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে।

“তবে এ ঘটনায় কোন নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।”

এ বিষয়ে জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অধিবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মধ্য রাতে বেশ কয়জন গরু ব্যবসায়ীকে সীমানা পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তর থেকে ভারতীয় ভূ-খণ্ডে থাকা গরু ব্যবসায়ীদের কথা বলতে দেখা গেছে।

এক পর্যায়ে ভোর রাতের দিকে বিএসএফ গুলি করলে ভারতের অভ্যন্তরে দুই জন ও বাংলাদেশে এক জন গরু ব্যবসায়ীকে দৌড়ে যেতে দেখেছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ওই তিন জন গরু ব্যবসায়ীকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।