লতিফ সিদ্দিকীর মুক্তির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ফের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 04:28 PM
Updated : 3 July 2015, 04:28 PM

শুক্রবার নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ এলাকায় সমাবেশ থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে রমজানের পর কঠোর অন্দোলনের হুমকি দেয় সংগঠন দুটির নেতারা।

দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম বাংলাদেশ।

সমাবেশে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রূহী বলেন, “লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের পর আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম রমজান মাসেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করা না হলে রমজানের পর কঠোর আন্দোলনেরও হুমকি দেন তিনি।

সংগঠনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, “এই রমজান মাসে লাতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার প্রমাণ করেছে তারা নাস্তিকের পক্ষে।”

“ধর্ম অবমাননা করেও লতিফ সিদ্দিকী মুক্তি পায় কিন্তু আদালত থেকে জামিন পাওয়ার পরও পুলিশ আমাদের নেতা হারুন ইজাহারকে কারাগারে আটকে রাখে।”

এর আগে একই স্থানে সমাবেশ করে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলনের মিছিলটি আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও হেফাজত ইসলামের মিছিলটি প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় সমাবেশস্থলের আশেপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও কোন বাধা দেওয়া হয়নি।