সাভারে বিরল প্রজাতির ৩শ কচ্ছপ উদ্ধার

সাভারে অবৈধপথে  ভারত থেকে আনা বিরল প্রজাতির ৩০০টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 02:31 PM
Updated : 3 July 2015, 02:53 PM

সাভার হাইওয়ে থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলো আটক করা হয়।

এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

তারা হলেন- শ্রীমতি রেখা,  হাফিজুর রহমান, মো. নুরুজ্জামান ও  গাড়িচালক রনি।

ওসি মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

এসময় গাড়ির ভেতর থেকে নয়টি প্লাস্টিকের বস্তায় ভরা ৩০০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার এবং গাড়ির চালকসহ আরও তিনজনকে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

আটক ওই চারজন কচ্ছপগুলো অবৈধপথে ভারত থেকে আনার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।