গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে আহত এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 11:30 AM
Updated : 3 July 2015, 11:32 AM

নিহত জাহানারা বেগম (৪০) উড়িয়া ইউনিয়নের উড়িয়া মশামারি গ্রামের হাফিজার রহমানের স্ত্রী।

ফুলছড়ি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে পিটুনিতে আহত হওয়ার পর গভীর রাতে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

এরপর মারধরের অভিযোগে আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে আটক করা হয়েছে।

আটক রশিদ ও নিহত জাহানারা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলছড়ির ওসি জামাল বলেন, ১৫ দিন আগে গ্রামে ফুটবল খেলা নিয়ে জাহানারার ছেলে আলমগীর হোসেনের সঙ্গে গ্রামের রশিদের ছেলে মামুন মিয়ার মারামারি হয়।

পরে স্থানীয়রা এ ঘটনায় একটি সালিশ ডেকে বিষয়টি মিটিয়ে দেন।

ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে মামুনের বাবা রশিদ আলমগীরের বাড়িতে গিয়ে তাকে মারধর শুরু করে।

এ সময় আলমগীরের মা জাহানারা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে রশিদ তাকেও মারধর করে। এতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।