গাইবান্ধায় বিধবাকে পিটিয়ে হত্যা, ননদ-জাসহ ৩ নারী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে বিধবা এক নারীকে তার শ্বশুরবাড়ির লোকেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 09:25 AM
Updated : 3 July 2015, 09:25 AM

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মধ্যবেলকা সোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম অমিছা বেগম (৪৫)। তার স্বামী ওই গ্রামের একাব্বর আলী প্রায় দুই মাস আগে মারা যান।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের ননদ আয়শা বেওয়া (৬৫), ছোট জা জুলেখা বেগম (৪০) এবং আয়শার ছেলের স্ত্রী মিনা বেগমকে (৪২) আটক করা হয়েছে বলে সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান।

আটকদের মধ্যে আয়শাও বিধবা। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অমিছার সঙ্গে আয়শা ও জুলেখার প্রায়ই ঝগড়া হত।

“ঘটনার দিন বিকেলে অমিছার সঙ্গে আয়শার কথাকাটাকাটি থেকে হাতাহাতি হয়। পরে অন্য দুই নারীসহ তিনজন বাঁশ দিয়ে অমিছাকে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার এবং তিন নারীকে আটক করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।