মাগুরায় হাত-চোখ বাঁধা গুলিবিদ্ধ লাশ

মাগুরার শালিখা উপজেলায় এক ব্যক্তির হাত ও চোখ বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যাকে তিন দিন আগে ‘প্রশাসনের লোক’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 05:51 AM
Updated : 3 July 2015, 10:49 AM

নিহত ঠাণ্ডু মণ্ডল (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার দোড়া বেতাই গ্রামের রজব আলী মণ্ডলের ছেলে।  

শুক্রবার সকালে উপজেলা সদরের পিয়ারপুর মাঠে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান।

“তার হাত ও চোখ বাঁধা ছিল। শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে,” বলেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সম্ভবত দুর্বৃত্তরা গুলি করে হত্যার পর লাশটি ওই মাঠে ফেলে রেখে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের পরিবারের সদস্যরা মর্গে এসে লাশ শনাক্ত করেন বলে জানান ওসি।  

তিনি বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসনের লোক পরিচয় দিয়ে তিন দিন আগে ঠাণ্ডুকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক খোঁজ খবর করেও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা।”