ফতুল্লায় অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে ছাই, দগ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বস্তিতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে, এতে একজন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 03:43 AM
Updated : 3 July 2015, 03:43 AM

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কাছে মেঘনা ও যুমনা তেলের ডিপোর পাশের বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে চন্দ্র সেন নামের এক ব্যক্তির শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে। তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নেভাতে গিয়ে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি জ্বালানি তেলের ডিপোর সামনে আগুন লাগায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় স্বস্থি ফিরে আসে।”

কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোমতাজ। স্থানীয়রা জানান, বস্তিতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অর্ধশতাধিক ঘর ও মালপত্র পুড়ে যায়।