ঝিনাইদহে ৫ বছরেও চালু হয়নি প্রতিবন্ধীদের স্কুল

ঝিনাইদহে এখনও শেষ হয়নি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলের নির্মাণ কাজ।

বিমল সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 06:01 PM
Updated : 2 July 2015, 07:58 PM

অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় নির্মাণ সামগ্রী চুরির অভিযোগও পাওয়া গেছে।

জেলা সমাজ সেবা দপ্তরের নথি থেকে জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরে ঝিনাইদহ বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক স্কুল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। সে সময় প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল তিন কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা।

তবে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৭৩ লাখ ৩৩ হাজার টাকা বেশি ব্যয় হচ্ছে এ প্রকল্পে।

২০১১ সালে স্কুলের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হোস্টেলসহ স্কুল কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়।

তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ স্কুলের কোনো কিছুই তাদের বুঝিয়ে দেয়নি বলে জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মতিন জানিয়েছেন।

স্কুলে এখনও কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি বলে জানান তিনি।

এই স্কুলের প্রায় ৩০ লাখ টাকার আসবাবপত্র জেলা সমাজ সেবা দপ্তরের গুদাম ও সমাজ সেবা বিভাগের মধুপুর এতিমখানায় পড়ে আছে।