বাড়ি ফিরলেন ফেরিঘাটে ‘অপহৃত’ আ. লীগ নেতা

নিখোঁজের নয়দিন পর বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন বাড়ি ফিরেছেন, যিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে আরিচা ফেরিঘাটে ‘অপহৃত’ হয়েছিলেন বলে দাবি করেছিল তার পরিবার।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 12:51 PM
Updated : 2 July 2015, 01:05 PM

বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ি ফিরে আসেন বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

মাহতাব বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শার্শা উপজেলার বেনাপোল গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।

তার পবিরারের ভাষ্য, গত ২৩ জুন রাতে ঢাকা থেকে বেনাপোল ফেরার সময় আরিচা ফেরিঘাট থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাহতাবকে অপহরণ করা হয়।

বাড়ি আসার পর মাহতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক ঢাকার চোখ বাঁধা অবস্থায় তাকে নবীনগরের একটি ইট ভাটায় ফেলে যায়।

সেখান থেকে রাতেই সৌদিয়া পরিবহনের একটি বাসে করে যশোর আসেন তিনি। এরপর স্বজনদের সহযোগিতায় তিনি বাড়ি আসেন বলে তার দাবি।

তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল এ বিষয়ে কোন কিছু জানাতে পারেননি ওই আওয়ামী লীগ নেতা।

ওসি অপূর্ব বলেন, মাহতাব আত্নগোপনে থাকার পর নিজে থেকেই ফিরে এসেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।