না. গঞ্জে বাসে শ্রমিক ধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসে পোশাক শ্রমিককে ধর্ষণ ঘটনার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 12:22 PM
Updated : 2 July 2015, 12:22 PM
পুলিশ বলছে, গ্রেপ্তার জসিম উদ্দিন (৩৮) মামলার এজাহারভুক্ত আসামি। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালন্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাসে ধর্ষণের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি জসিম পলাতক ছিল। বৃহস্পতিবার মহজমপুর এলাকায় অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১১ মে রাতে রূপগঞ্জের রপ্তানিমুখী ‘ফকির ফ্যাশন’ কারখানার ওই কর্মী কাজ শেষে কারখানার ভাড়া করা বাসে বাড়ি ফিরছিলেন। বাসের ভেতর চালকসহ চার জন তাকে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে যায়।

সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই পোশাক শ্রমিকের বাবা বাদী হয়ে বাস চালক চান্দু মিয়াসহ চার জনকে আসামি করে মামলা করেন।

মামলার পরপরই পুলিশ বাস চালকের সহকারী রুবেলসহ বাসটিকে আটক করে। এছাড়া ২৭ মে রাতে বাস চালক চান্দু মিয়াকেও সাভার থেকে আটক করা হয়। এ দুজনই আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।