চট্টগ্রামে ওভার টাইমের দাবিতে শ্রমিকদের অবরোধ

বকেয়া ওভার টাইম ও ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 12:00 PM
Updated : 2 July 2015, 12:00 PM

বৃহস্পতিবার সোয়া ৪টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে সড়কটি অবরোধ করে রাখে সানম্যান গ্রুপের মালিকানাধীন ‘গ্লোরি গার্মেন্ট লিমিটেডের’ শ্রমিকরা।

বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত সময়ের মধ্যে বকেয়া ওভারটাইম দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।

“পরে তাদের আশ্বস্ত করে বেলা সোয়া ৪টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।”

শিল্প পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক পক্ষ জুন মাসে তাদের ওভারটাইমের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি।

“টাকা না দেওয়ায় দুপুরে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে এবং বেলা আড়াইটার দিকে তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে।”

এসময় নগর ও শিল্প পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে মালিকপক্ষকে ডেকে ওভারটাইম ভাতা দেওয়ার জন্য নির্দেশনা দেয় বলে জানান শিল্প পুলিশ কর্মকর্তা আরিফ।

“বেলা সোয়া ৪টার দিকে আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।”

কারখানাটিতে প্রায় এক হাজার ৯০০ শ্রমিক কাজ করে বলে জানান তিনি।

প্রতিনিধি/ওয়াইকে/এইচএ/১৭৫৮ঘ.