ফরিদপুর চিনিকলে বেতনের দাবিতে বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ফরিদপুর চিনিকলের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 11:16 AM
Updated : 2 July 2015, 12:11 PM

বৃহস্পতিবার দুপুরে মধুখালীতে অবস্থিত এই চিনিকলের মূলফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এরপর সহ্রাধিক শ্রমিক-কর্মচারী মিছিল করে মিলের প্রশাসনিক ভবন ঘেরাও করে।

এর আগে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে বকেয়া বেতন-বোনাস ও আখ চাষীদের পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল বসু ।

এ বিষয়ে ফরিদপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বলেন, “চিনিকলের গুদামে ১০ হাজার ১৯০ মে. টন চিনি অবিক্রিত থাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে পারিনি।

“ইতিমধ্যেই সদর দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে ঈদের আগেই তাদের পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।” 

অবিক্রিত চিনির দাম ৩৭ কোটি ৭০ লাখ টাকা বলেও জানান তিনি।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু জানান, শ্রমিক-কর্মচারীদের গত তিন মাসের বেতন ও ঈদ বোনাস বাবদ দুই কোটি ৭০ লক্ষাধিক টাকা পাওনা রয়েছে।

এছাড়াও আখ চাষীদের প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।