সাভারে দুইজনের লাশ উদ্ধার

সাভারের আমিনবাজারে তুরাগ নদে এক ব্যবসায়ীর মুণ্ডুহীন লাশ ভেসে উঠেছে; নামা বাজারে পাওয়া গেছে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 08:44 AM
Updated : 2 July 2015, 08:44 AM

বৃহস্পতিবার সকালের দিকে আমিনবাজার ও সাভার মডেল থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

নিহত ব্যবসায়ী সানু হাওলাদারের (৩৮) বাড়ি বরগুনা জেলার তালতলির দারাখালি গ্রামে। ফতুল্লা রেলস্টেশনের পাশে একটি বাড়িতে পরিবার নিয়ে তিনি ভাড়া থাকতেন। বিভিন্ন এলাকায় মাটি কেনা-বেচার ব্যবসা করতেন তিনি।

আর নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। পুলিশ তার পরিচয় জানতে পারেননি।   

আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন মিয়া জানান, সকালে হাজারীবাগ স্লুইসগেইটের বিপরীতে তুরাগের ঘাটে মাথা কাটা লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে সানু হাওলাদারের স্ত্রী শাহীনুর বেগম খবর পেয়ে থানায় এসে পরনের লুঙ্গি ও শার্ট দেখে স্বামীর লাশ শনাক্ত করেন।

শাহীনুর পুলিশকে জানিয়েছেন, তার স্বামী গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।

দুই সন্তানের বাবা সানুকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ফরিদ উদ্দিন বলেন, “সম্ভবত সানুকে অন্য কোথাও হত্যা করে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়। পরে সেটি ভেসে আসে।”

তবে সাভার মডেল থানার পাশে নামা বাজার এলাকায় যে নারীর লাশ পাওয়া গেছে, তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

ওই থানার এসআই মাজহারুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।