ভারতীয় আল-কায়েদার ‘বাংলাদেশ প্রধানসহ’ ১২ জঙ্গি আটক  

আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখার দুই শীর্ষ নেতাসহ ১২ জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 05:10 AM
Updated : 2 July 2015, 11:38 AM

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বলছেন, আটকদের মধ্যে মাওলানা মঈনুল ইসলাম একিউআইএস-এর বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক। একসময় তিনি হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি)  সঙ্গেও জড়িত ছিলেন।

আর আটক মাওলানা জাফর আমিন একিউআইএসের একজন উপদেষ্টা বলে জানান তিনি।   

লেখক অভিজিৎ রায় ও ব্লগার অনন্ত বিজয় দাশ খুন হওয়ার পর ওই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব স্বীকার করে বার্তা দেওয়া হয়েছিল।

মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের বই আটক করা হয়েছে।”

তবে তাদের কখন কোথায় আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।