জমির নামজারি ফি বেড়েছে

জমির নামজারি ফি প্রায় ৫ গুণ বাড়িয়েছে সরকার, যা সারাদেশে বুধবার থেকে কার্যকর হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 06:52 PM
Updated : 1 July 2015, 06:53 PM

বুধবার ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়, ২০১০ সালের পরিপত্র বাতিল করে নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে আবেদনের জন্য কোর্ট ফি ২০ টাকা, নোটিস জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি এক হাজার টাকা এবং প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকা দিতে হবে।

এর আগে নামজারি অনুমোদন হয়ে গেলে খতিয়ান গ্রহণের জন্য সরকার নির্ধারিত ফি ছিল সর্বমোট ২৪৫ টাকা। এখন দিতে হবে ১ হাজার ১৫০ টাকা। এর আগে কোর্ট ফি দিতে হত ১০ টাকা।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়, আবেদন ফি ছাড়া বাকিগুলো ডিসিআরের মাধ্যমে আদায় করতে হবে।

সাধারণত ভূমি মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকারদের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করতে, জমি বিক্রি, দান, হেবা, ওয়াকফ, অধিগ্রহণ, নিলাম ক্রম, বন্দোবস্ত ইত্যাদি সূত্রে হস্তান্তর হলে নতুন ভূমি মালিকের নামে রেকর্ডভুক্ত করতে  বা দেওয়ানি মামলার রায় বা ডিক্রিমূলে মালিকানা লাভ করলে সে রায় মোতাবেক নামজারির আবেদন করতে হয়।