সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ৪ আসামি কারাগারে

এক যুগ আগে শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 06:37 PM
Updated : 1 July 2015, 06:37 PM

বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন বলে জানান সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটর ওসমান গণি।

এরা হলেন- কলারোয়া পৌরসভার সদ্য বরখাস্ত হওয়া মেয়র গাজী আক্তারুল ইসলাম এবং কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রকিব মোল্লা, আলতাফ ও হোসেন মফিজুল ইসলাম।

ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই চারজন। আদালত আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

২০০২ সালের ৩০ অগাস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার নির্যাতিত স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় কলারোয়ায় গিয়েছিলেন। সেখান থেকে যশোরে যাওয়ার পথে তার গাড়িবহরে হামলা হয়।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে যুবদল নেতা আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৭০/৭৫ জনকে আসামি করে একটি মামলা করেন।