জেসিআই মুভমেন্টের স্বীকৃতি পেল জেসিআই ঢাকা ইস্ট

জেসিআই ঢাকা ইস্টকে স্বীকৃতি দিয়েছে জেসিআই মুভমেন্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 05:33 PM
Updated : 1 July 2015, 05:33 PM

সম্প্রতি মালয়েশিয়ার কোটা কিনা বালুতে জেসিআই মুভমেন্টের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক আঞ্চলিক সম্মেলনে এই স্বীকৃতি দেওয়া হয়।

জেসিআই মুভমেন্টের একশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জেসিআই প্রজেক্ট ইমপ্যাক্ট ১০০ এর আওতায় ‘হেলদি স্টার্ট’ প্রকল্পের জন্য  জেসিআই ঢাকা ইস্টকে স্বীকৃতি দেওয়া হয়।

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিশেষত মা ও সদ্যজাত শিশু মৃত্যু হার হ্রাসের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ‘হেলদি স্টার্ট’ প্রকল্পটি নেওয়া হয়।

চলতি বছরের জেসিআই প্রেসিডেন্ট ইসমাইল হাজনেদার (তুরস্ক), জেসিআইর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নাটালি ভিসেলি (অস্ট্রেলিয়া) ঢাকা ইস্টের সভাপতি এস এম ইরফানুল করিমের হাতে সনদ তুলে দেন।