অস্ত্র দেখিয়ে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিকে অস্ত্র দেখিয়ে পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 04:36 PM
Updated : 1 July 2015, 04:36 PM

এই অভিযোগ এনে পর্ষদের দুই সদস্যের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মঙ্গলবার একটি মামলা করেছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. আমিনুল ইসলাম।  

মামলায় বলা হয়েছে, মঙ্গলবার বিকালে শমসের আলী নামে এক ব্যক্তি আমিনুলকে মোবাইল করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদিয়া সুপার মার্কেটে ‘হজ্জ ট্রাভেল এজেন্সি’ নামে তার অফিসে  ডেকে নেন।

“সেখানে গিয়ে দেখতে পাই পরিচালনা পর্ষদের দুই সদস্য তৌফিক আজিজ চৌধুরী জিয়া ও কাজী ওয়াহিদুজ্জামান স্বপন রয়েছেন। পরে আরও আট/দশজন অস্ত্রধারী যুবক সেখানে ঢুকে আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে এবং পর্ষদের দুই সদস্য জোর করে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়।

“কাগজে কী লিখা ছিল তা না পড়তে পারলেও তারা বলাবলি করছিল যে, উনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।” 

আমিনুল ইসলাম বলেন, “সেখান থেকে বের হওয়ার সময় আমাকে হত্যার হুমকি দেয় তারা। আমার অনিচ্ছাকৃত এবং জোর করে আদায়কৃত স্বাক্ষরিত কাগজের আইনগত কোনো বৈধতা নাই।

“আমি এখনও উক্ত স্কুলের দায়িত্বপ্রাপ্ত এবং বৈধ সভাপতি এবং স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি। ৩ জুন বিকাল ৩টায় নিয়মিত সভা আহ্বান করছি।”

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারাও স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য।

“কমিটি নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”