চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রামে ছয়টি বিলবোর্ড ও ৩০টি মিনিপোল উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 12:37 PM
Updated : 1 July 2015, 12:37 PM

বুধবার নগরীর জাকির হোসেন সড়কে থাকা এসব বিলবোর্ড ও মিনিপোল উচ্ছেদের পাশাপাশি চার বিজ্ঞাপনী সংস্থাকে ২৩ হাজার টাকা জরিমানাও করে আদালত।

জরিমানাকৃত বিজ্ঞাপনী সংস্থাগুলো হল- মোবিলিংক (১৫ হাজার টাকা), বিন্দু আর্ট (চার হাজার টাকা), কুদ্দুস অ্যাড (তিন হাজার টাকা) ও কাশ্মীর অ্যাড (এক হাজার টাকা)।

সিসিসি ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "জাকির হোসেন সড়কের জিইসি মোড় থেকে এমইএস কলেজ পর্যন্ত সড়কে থাকা ছয়টি বড় আকারের বিলবোর্ড ও ৩০টি মিনিপোল উচ্ছেদ করা হয়েছে।"

এসময় চার বিজ্ঞাপনী সংস্থাকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৮ এপ্রিল সিসিসি’র নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের নির্দেশ দেন। মেয়রের নির্দেশের পর গত ১ জুন থেকে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযানে নামে সিসিসির ভ্রাম্যমাণ আদালত।