রাজশাহীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাআরোহীর মৃত্যু

রাজশাহী মহানগরের শাহমখদুম এলাকায় মালবোঝাই ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাআরোহী এক যুবক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 09:08 AM
Updated : 1 July 2015, 09:08 AM

নিহত মিলন হোসেন (২৪) দুর্গাপুর উপজেলার রসুলপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।

শাহমখদুম থানার ওসি আবদুর রউফ জানান, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মহানগরের শাহমখদুম থানাধীন বায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন, দুর্গাপুর উপজেলার রসুলপুর গ্রামের মুক্তার হোসেন (২৮), শাহবুদ্দিন শেখ (২৭) ও মিস্টার (৩০)। এ তিনজনও অটোরিকশার আরোহী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রউফ বলেন, সিএনজি চালিত ওই অটোরিকশা রাজশাহী থেকে মোহনপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এতে গুরুতর আহত অটোরিকশার চার আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিলন মারা যান।