ব্রাহ্মণবাড়িয়ায় তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মাইক্রোবাস, পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 07:40 AM
Updated : 1 July 2015, 07:40 AM

বুধবার সকাল ১০টার দিকে মালিহাতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, হতাহতরা সবাই কাঁঠালবাহী একটি পিকআপের আরোহী ছিলেন।

নিহতের নাম বজলু মিয়া (৬২)। আহতদের মধ্যে রুমান (২৮), শাহেদ আলী (৩৮) ও অলী মিয়াকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে।

বাকিদের জেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সার্জেন্ট জাহাঙ্গীর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পিকআপটি নরসিংদীর বারৈচা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের মঈন গ্রামে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এসময় পেছন দিন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি অটোরিকশা বাহন দুটির সঙ্গে ধাক্কা খায়। তিন বাহনের সংঘর্ষে পিকআপের আট আরোহী আহত হন।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বজলুকে মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।