গৌহাটিতে বাংলাদেশ মিশন চালুতে ভারতের সায়

ভারতে পঞ্চম কূটনৈতিক মিশন চালুতে নয়া দিল্লির সম্মতি পেয়েছে ঢাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 01:19 AM
Updated : 1 July 2015, 01:52 AM
ঢাকায় ভারতীয় হাই কমিশন মঙ্গলবার জানিয়েছে, গৌহাটিতে ডেপুটি হাই কমিশন চালু করতে বাংলাদেশ সরকারের অনুরোধে সম্মতি দিয়েছে নয়া দিল্লি।

গত ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় যে যৌথ ঘোষণা আসে তাতে আরও বেশি কূটনৈতিক মিশন চালুর বিষয়ে উভয়পক্ষের ঐকমত্যে পৌঁছানোর কথা বলা হয়।

গৌহাটি ডেপুটি হাই কমিশন থেকে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে কনস্যুলার সেবা দেওয়া যাবে বলে হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে।

বর্তমানে নয়া দিল্লি, কলকাতা, মুম্বাই ও আগরতলায় বাংলাদেশের মিশন রয়েছে।