আদিবাসীরা প্রাপ্য অধিকার পাচ্ছে না: ড. মিজান

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তাসহ সব ন্যায্য দাবি আদায়ে জাতীয় মানবাধিকার কমিশন বন্ধু হিসাবে থাকবে বলে আশ্বস্ত করেছেন কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 02:09 PM
Updated : 30 June 2015, 02:09 PM

মঙ্গলবার সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় আদিবাসী পরিষদ এ গণসমাবেশের আয়োজন করে।

মিজানুর রহমান বলেন, “রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে তুমি সকলের রাষ্ট্র, কোন বিশেষ গোষ্ঠীর রাষ্ট্র নও।”

সংবিধানে প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা সুস্পষ্ট উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, “মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীসহ সব ধর্ম-বর্ণের রাষ্ট্র বাংলাদেশ।”

স্বাধীনতা যুদ্ধবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারীরা এদেশে রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিকসহ সব সুবিধা-অধিকার ভোগ করছে মন্তব্য করে মিজানুর বলেন, “অথচ আদিবাসীরা রাষ্ট্র স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”

সমাবেশে প্রায় ৩ হাজার আদিবাসী নারী-পুরুষ অংশ নেন।

জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্র সরেনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, হেকস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি আনোয়ারুল ইসলাম তানু, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ।