খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনার একটি সরকারি পাটকল ব্যক্তি মালিকানায় হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 09:18 AM
Updated : 30 June 2015, 09:18 AM

মঙ্গলবার সকালে আলীম জুট মিলসের শ্রমিকরা ১০টা থেকে এক ঘণ্টা ধরে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে।

আলীম জুট মিলস হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছু দিন ধরে রাষ্ট্রায়ত্ত মিলটি বেসরকারি মালিকানায় হস্তান্তরের চেষ্টা চলছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করছি।”

অবরোধের সমাবেশের আন্দোলনের নেতা রশিদসহ মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিকনেতা মোজাম্মেল হক ও সাইফুল ইসলাম লিটু।

বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে সরকারি আলীম জুট মিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হচ্ছে।

যে কোনো মূল্যে এই পাটকলটির ব্যক্তি মালিকানায় হস্তান্তর ঠেকানোর ঘোষণা দেন শ্রমিক-কর্মচারীরা।