শাহ আমানত বিমান বন্দরে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমান বন্দর কাস্টমস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 04:28 PM
Updated : 29 June 2015, 04:28 PM

সোমবার সন্ধ্যা সাতটার দিকে ওমান থেকে আসা এক যাত্রীর কাছে থাকা তিনটি চার্জ লাইটের ভেতর থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের এসব সোনার বার উদ্ধার করা হয়।   

আটক মিফতাহ উদ্দিন (৩২) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।

বিমান বন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাই দুবাইয়ের একটি বিমানে আসেন মিফতাহ উদ্দিন।

“তার লাগেজে থাকা বড় আকারের তিনটি চার্জ লাইটের প্রতিটির ভেতরে ১৬টি করে মোট ৪৮টি সোনারবার ছিল। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।”

মিফতাহকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ওই কাস্টমস কর্মকর্তা।

এদিকে, সন্ধ্যা সাতটায় ওমান এয়ারের বিমানে আসা অন্য একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২০টি স্যামসাং স্মার্ট ফোন উদ্ধার করে বিমান বন্দর কাস্টমস কতৃপক্ষ।