সেমাইয়ে কাপড়ের রং, মালিককে জরিমানা

কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরি করে তা বিক্রির অভিযোগে ঢাকার ধামরাইয়ে এক কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 12:06 PM
Updated : 29 June 2015, 12:07 PM

সোমবার দুপুরে ধামরাইয় বাসস্ট্যান্ড এলাকায় গুড ফুড প্রোডাক্টস কোম্পানির ‘বৈশাখী লাচ্ছা সেমাই’ কারখানায় র‌্যাবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের ভ্রাম্যমাণ আদালত।

ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড়ের রং ও ভেজাল ডালডা মিশিয়ে সেমাই তৈরি করে তাতে বিএসটিআই এর নকল সিল ব্যবহার করে বিক্রি করতো গুড ফুড প্রোডাক্টস কোম্পানি।

“ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানা মালিক শামসুল আলমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এ সময় কারখানা থেকে আট মণ ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় বলে জানান র‌্যাব-৪ এর মেজর মো. মাসুদুর রহমান।