ক্যাডেট কলেজ আইন অনুমোদন

‘দি ক্যাডেট কলেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 11:05 AM
Updated : 29 June 2015, 11:05 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ক্যাডেট কলেজ পরিচালনার জন্য মূল অর্ডিন্যান্সটি ১৯৬৪ সালের। পরবর্তী সময়ে ১৯৭৬, ১৯৭৮ ও ১৯৭৯ সালে অর্ডিন্যান্সটি সংশোধিত হয়।

“সামরিক শাসনামলে সংশোধন হওয়ায় সেগুলো একত্রিত করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশোধনী আইন মন্ত্রিসভায় নিয়ে এসেছে।”

এতে মূল আইনের তেমন কোন পরিবর্তন নেই জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, ক্যাডেট কলেজ পরিচালনার জন্য একটি কাউন্সিল আছে। কাউন্সিলের সদস্যদের পদবি পরিবর্তন হয়েছে। নতুন সংশোধিত আইনে পদবিগুলো হালনাগাদ করে দেওয়া হয়েছে।