ফেনীতে আবারও প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার

ফেনী সদর উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ১২ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 10:27 AM
Updated : 29 June 2015, 10:27 AM

সোমবার ভোরে ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার এবং মাদক বিক্রেতা সন্দেহে ওই যুবককে আটক করে পুলিশ।

এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক মোহাম্মদ হোসেন (২২) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আমবাড়িয়া গ্রামের মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোলায়মান মিয়া জানান, ফতেহপুর এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্টো গ-৩৯-২০৯৭) থামার সংকেত দেয় পুলিশ। এসময় প্রাইভেটকার চালক গাড়িটি থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ির ভেতর থেকে মোহাম্মদ হোসেনকে আটক এবং গাড়ি তল্লাশি করে ১১ হাজার আটশ’ ইয়াবা উদ্ধার করে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক ছালেহ আহম্মদ পাঠান জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে।

এর আগে গত ২০ জুন রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে আটক করে র‌্যাব।