দেশে জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ১১ হাজার

দেশে প্রায় ১১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 07:25 AM
Updated : 29 June 2015, 01:05 PM

সোমবার জাতীয় সংসদকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে সারা দেশে  জরাজীর্ণ, মেরামত ও সংস্কারযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দশ হাজার ৯৬০টি।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বরাদ্দের ৩৭ কোটি টাকা দিয়ে ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের অসমাপ্ত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি এক হাজার ৭০২টির মেরামত ও সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে।

আগের অর্থবছরে ভবন মেরামত ও সংস্কারের জন্য ৩১ কোটি টাকা বরাদ্দ ছিল, যা দিয়ে ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অসমাপ্ত কাজ এবং ৪০১টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করা হয়েছে বলে জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বাজেটে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে নির্দেশিকা অনুসরণ করে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।