‘হামলাকারী’ ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবি জগন্নাথ ছাত্র ফ্রন্টের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের প্রতিবাদে গত শুক্রবারের অবস্থান কর্মসূচিতে ‘হামলাকারী’ ছাত্রলীগ নেতাদের শাস্তি দাবি করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 04:18 PM
Updated : 28 June 2015, 05:16 PM

রোববার ক্যাম্পাসে মিছিল-সমাবেশ থেকে এই দাবি জানায় বামপন্থি ছাত্র সংগঠনটি।

সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্তের শুরু থেকেই ছাত্রফ্রন্ট তার বিরোধিতা কররে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করছিল তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার অভিযোগ, অর্থনীতি বিভাগের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা ওই কর্মসূচিতে হামলা চালায়। তার সঙ্গে পুলিশও ছিল।

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও পুলিশ।

সান্ধ্যকালীন কোর্স চালুর বিরোধিতা করে মাসুদ রানা বলেন, “শিক্ষাপ্রসারের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে সার্টিফিকেট বিক্রির কোর্স চালু করা হচ্ছে।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেরাব আজাদ, সাংগঠনিক সম্পাদক কিশোর সরকার, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, অর্থ সম্পাদক তিথি চক্রবর্তী।