রাজধানীতে ‘নারী পাচার চক্রের’ ১৩ জন আটক

রাজধানীর পল্টনে র‌্যাব একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে, যারা নারী পাচারকারী চক্রের সদস্য বলে কর্মকর্তারা বলছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 02:16 PM
Updated : 28 June 2015, 02:16 PM

রোববার দুপুরে ওই রিক্রুটিং এজেন্সি এবং তাদের সহযোগী একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালানো হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান।

র‌্যাব ৩ এর উপপরিচালক মো. মহীউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনের আল হাসিব ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সি বিদেশে নারীকর্মী পাঠানোর কথা বলে তাদের পাচার করে আসছিল।”

নয়া পল্টনে ‘সিকদার ওয়ারসিজ’ নামে একটি ট্রাভেল এজেন্সি তাদের সহযোগী হিসেবে কাজ করে আসছিল বলে জানান তিনি।

“সুনির্দিষ্ট তথ্য-প্রমাণে ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়,” বলেন র‌্যাব কর্মকর্তা মহীউদ্দিন।

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।