বন্যাদুর্গত ৩ জেলার জন্য বিশেষ বরাদ্দ

কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বন্যাদুর্গতদের জন্য বিশেষ বরাদ্দ হিসাবে খাদ্যশস্য ও নগদ অর্থ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 10:48 AM
Updated : 28 June 2015, 10:48 AM

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কক্সবাজার জেলার জন্য ২৩০ মেট্রিক টন চাল ও ১৭ লাখ টাকা, বান্দরবানের জন্য ১৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং চট্টগ্রাম জেলার জন্য ৫০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে।

এছাড়া জরুরি দুর্যোগ মোকাবেলায় প্রতি জেলায় জন্য ১০০ মেট্রিক টন খাদ্যশস্য এবং দুই লাখ করে নগদ টাকা সংরক্ষিত রাখা হয়েছে।

জেলা প্রশাসকরা এসব খাদ্যশস্য ও অর্থ ব্যয় করতে পারেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।