সরকার বাসসকে বছরে ১৮ কোটি টাকা দেয়: তথ্যমন্ত্রী

সরকার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বছরে ১৮ কোটি ৫ লাখ টাকা দেয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 10:30 AM
Updated : 28 June 2015, 10:30 AM

রোববার জাতীয় সংসদে চট্টগ্রামের সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রতি বছরই প্রায় অভিন্ন অঙ্কের অনুদান প্রদান করে থাকে। বার্ষিক অনুদান হিসাবে চলতি অর্থবছরে সরকার ১৮ কোটি ৫ লাখ টাকা দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ব্যক্তি মালিকানাধীন কোনো সংবাদ সংস্থাকে আর্থিক অনুদান দেয় না।

গত ১০ বছরে বাসস একশ ১৫ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ২৮ টাকা আয় করেছে বলেও জানান তিনি।

“এর মধ্যে ১০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা ভবনের ভাড়া ও সংবাদ সরবরাহের চাঁদা বাবদ আয় করেছে সংস্থাটি। সরকার থেকে অনুদান হিসাবে ১০৫ কোটি ষাট লাখ ৮ হাজার ৬২৮ টাকা সরকার থেকে অনুদান হিসাবে পেয়েছে।”