কুমিল্লায় পেট্রোলবোমাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনা উপজেলায় ১০টি পেট্রোল বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 09:58 AM
Updated : 28 June 2015, 09:58 AM

শনিবার রাত দেড়টায় মৎস্য খামার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে।

আটকের পর র‌্যাব ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করে বলে চান্দিনা থানার এসআই সাজেদুল ইসলাম জানান। তার কাছে আরও ১২টি হাতবোমাও পাওয়া যায় বলে জানান তিনি। 

গ্রেপ্তার ওয়াকিলুর রহমানের (২৪) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিবাগ গ্রামে।

এ ঘটনায় রোববার সকালে র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার র‌্যাব পরিদর্শক ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এসআই সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব পরিদর্শক মনিরুজ্জামান নিজেই ওই যুবককে আটক করেন। এসময় তার কাছে থেকে ১০টি পেট্রোল বোমা ও ১২টি হাতবোমা পাওয়া যায়।”