কংগ্রেসম্যান বেরার সঙ্গে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যামি বেরার সঙ্গে দেখা করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 08:10 AM
Updated : 28 June 2015, 08:10 AM

শুক্রবার ক্যাপিটল হিলে ক্যালিফোর্নিয়ার ৭ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের (সেক্রামেন্তো কাউন্টি) ডেমক্রেট দলীয় প্রতিনিধি বেরার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রদূত বেরাকে বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জঙ্গিবাদসহ মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করছে।  

শ্রমিক অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও তুলে ধরেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ঢাকা সফরের প্রেক্ষাপটে বাংলাদশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে জানতে চান অ্যামি বেরা।

জবাবে রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

মোদীর সফরের সময় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তির বিষয়টিও তুলে ধরেন তিনি।