লালবাগ কেল্লার দেয়াল ভাঙার কাজ বন্ধের নির্দেশ

ঢাকায় মুঘল স্থাপত্যের ‘একমাত্র অক্ষত নিদর্শন’ লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে গাড়ি রাখার জায়গা তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 07:40 AM
Updated : 28 June 2015, 12:10 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

গাড়ি রাখার জায়গা করতে কেল্লার দেয়াল ভাঙার বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের সূত্র ধরে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে এই রিট আবেদন করে।

প্রত্নতত্ত্ব বিভাগের মহা পরিচালক, ঢাকা বিভাগীয় উপ পরিচালক, লালবাগ কেল্লার কিউরেটর এবং লালবাগ থানার ওসিকে ওই কাজ বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তাদের ৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে।

এ বিষয়ে দুটো রুলও জারি করেছে আদালত।

প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইনের ১২ (৩) ধারা এবং সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে লালবাগ কেল্লা ও স্থাপনা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে একটি রুলে।

আর কেল্লার দেয়ালের যে অংশ ভেঙে ফেলা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে অন্য রুলে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহা পরিচালকসহ পাঁচ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে এ বিষয়ে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের পর মনজিল মোরসেদ বলেন, “দুটি পত্রিকায় এসেছে, কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং এর জায়গা হচ্ছে। আইন অনুসারে এর কোনো সুযোগ নেই, এটি অবৈধ। তাই কেল্লার বৈশিষ্ট্য যাতে পরিবর্তন করা না হয় এবং আইন অনুসারে যাতে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করা হয়েছে।”