শরীয়তপুরে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর সদরের একটি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে তার চাচাতো ভাইরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 07:26 AM
Updated : 28 June 2015, 07:26 AM

রোববার সকালে সদর উপজেলার দড়িচর দাদপুর গ্রামের এ ঘটনায় নিহত হন মো. ইচহাক ফকির (৫০)।

পালং মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমিজমা নিয়ে বিরোধে ইচহাক ফকিরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি।”

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান আশরাফ।

এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

নিহতের স্ত্রী খাদিজা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন চাচাতো ভাই রহিম ফকির, রহমান ফকির ও তৈয়ব আলী ফকিরের সঙ্গে জমি নিয়ে ইচহাকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  রোববার সকালে ইচহাক শ্রমিক নিয়ে বাড়ির পাশের জমিতে পাট কাটতে গেলে তারা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।