মাঝারি ভূকম্পন অনুভূত

ভারতের আসামে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানেও।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 02:50 AM
Updated : 28 June 2015, 04:20 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা ৫ মিনিটে এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসাম প্রদেশের বাসুগাঁও থেকে ১৭ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার গভীরে। ভারত, বাংলাদেশ  ছাড়াও ভুটানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা ছাড়াও বাংলাদেশের গাইবান্ধা, জামালপুর ও ময়মনসিংহ থেকে এই ভূকম্পণ অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।