সেপ্টেম্বরে বাংলাদেশে আসছেন ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আগামী সেপ্টেম্বরে এক সঙ্গে ঢাকা সফর করবেন। এই সফরের মধ্যে দিয়ে দুটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করছে ঢাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 00:16 AM
Updated : 28 June 2015, 00:16 AM

সম্প্রতি প্যারিসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে সফরের বিষয়টি নিশ্চিত করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াস।

প্যারিসে চারদিনে সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন মাহমুদ আলী। 

বৈঠকে বাংলাদেশের মন্ত্রীর অনুরোধে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং তার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এমইডিইএফের একটি প্রতিনিধিদলকে তার সফরসঙ্গী করতেও সম্মত হন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে লরাঁ ফাবিয়াস জানান, সফরের সময় তিনি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফ্রান্স-জার্মানির যৌথ দূতাবাস ভবনের উদ্বোধনও করবেন।   

এসময় ফরাসি মন্ত্রী দারিদ্র দূরীকরণ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে সাফল্য, বাল্য বিবাহ ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।   

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।