রাজ্জাকের নাকের ক্ষতের চিকিৎসা চলছে, দেখা পাচ্ছেন স্বজনরা

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির কাছ থেকে ফিরিয়ে আনা বিজিবির নায়েক আবদুর রাজ্জাকের নাকের ক্ষতের চিকিৎসা চলছে বলে বাহিনীর প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 05:39 PM
Updated : 27 June 2015, 05:52 PM

বর্তমানে পিলখানায় বিজিবির সদরদপ্তরে অবস্থানরত রাজ্জাকের নাকে ওই ক্ষত ছাড়া আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।

বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে (রাজ্জাক) আজই পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য ছুটিতে পাঠানোর কথা ছিল। তবে আরও ২/১ দিন তার ড্রেসিংয়ের প্রয়োজন রয়েছে বলে চিকিৎসক জানানোয় তাকে ছুটিতে পাঠানো হয়নি।”

রোহিঙ্গাদের নিয়ে টানাপোড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। এক সপ্তাহ ‘টালবাহানার’ পর গত শুক্রবার পতাকা  বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।

পরদিন তাকে ঢাকার পিলখানায় বিজিবির সদরদপ্তরে আনা হয়। এখানে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

“তার নাকে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। অপহরণের সময় ধস্তাধস্তিকালে বিজিপি সদস্যরা তার নাকে কামড় দেওয়ায় বেশ ক্ষত হয়। এই ক্ষতের চিকিৎসা চলছে। তবে হাসপাতালে সে ভর্তি নাই। শুধু ডাক্তারের পরামর্শে ক্ষতস্থানে ড্রেসিং চলছে,” বলেন আজিজ আহমেদ।

শনিবার রাজ্জাকের কয়েকজন আত্মীয়-স্বজন পিলখানায় এসে তার সঙ্গে দেখা করেন বলে জানান তিনি।

এছাড়া দেশে আসার পর থেকেই রাজ্জাক নিয়মিত তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান বিজিবি মহাপরিচালক।